জাতীয়

মানবতাবাদী ‘আবেদ ভাই’ বেঁচে থাকবেন

বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে ভাই সম্মোধন করে তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ।

Advertisement

নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ফজলে হাসান আবেদের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন- ব্র্যাক ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ফজলে হাসান ভাই, একজন মহান মানবতাবাদী হিসেবে আমাদের অন্তরে বেঁচে থাকবেন।

ডাচ রাষ্ট্রদূত লিখেছেন, ফজলে হাসান আবেদ বৃহত্তর পরিসরে মানবতার জন্য অবদান রেখে গেছেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন মেধাবী সন্তান। তার অনুপ্রেরণা আমাদের মাঝে বহমান থাকবে।

উল্লেখ্য, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস চেয়ার স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান। তার প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক মাত্র এক লাখ কর্মী নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর ১১টি দেশের ১২০ মিলিয়ন মানুষকে বিভিন্ন সেবা দিয়ে চলেছে।

Advertisement

জেপি/জেএইচ/পিআর