ব্রিটেনে শিশুদের বহনকারী যানবাহনে ধূমপান বন্ধে একটি আইন চালু করা হয়েছে। গাড়ির চালক এবং যাত্রী আইন ভঙ্গ করলে পঞ্চাশ পাউন্ড জরিমানা গুণতে হবে। খবর বিবিসির।তবে দেশটির পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এই আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর হবে না তারা। আইনটি ব্রিটেন এবং ওয়েলসে কার্যকর হবে। স্কটিশ পার্লামেন্টে আগামী বছর এ সংক্রান্ত স্বতন্ত্র একটি আইন প্রণয়ন করার উদ্যোগ নেয়া হয়েছে।আইনে বলা হয়েছে, ১৮ বছরের নিচে কোনো শিশু গাড়িতে থাকলে, গাড়ির কাঁচ নামিয়ে কিংবা সানরুফ খুলে ধূমপান করলেও দায় এড়ানো যাবে না।ব্রিটিশ ফুসফুস ফাউন্ডেশন এর তথ্য মতে, দেশটিতে প্রতি সপ্তাহে চার লাখ ৩০ হাজারের বেশি শিশু গাড়ির ভেতরে পরোক্ষ ধূমপানে ক্ষতিগ্রস্ত হচ্ছে।এসআইএস/পিআর
Advertisement