রাজধানীর ৩০০ ছিন্নমূল শিশুকে নতুন জ্যাকেট দিল এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউন্ডেশন পরিচালিত স্কুল জুম বাংলাদেশ। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় কচিকাচার মেলা মিলনায়তনে এসব শিশুকে নিয়ে শীত উৎসবের আয়োজন করে জুম বাংলাদেশ ফাউন্ডেশন। সেখানে তাদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর তাদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়।
Advertisement
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামান, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামত উল্লাহ বিপ্লব, জুম বাংলাদেশ স্কুলের প্রধান পৃষ্টপোষক আতাহার আলী খান ভিটা, স্কুলের প্রধান উপদেষ্টা খালেদ হুসাইন, উপদেষ্টা আকতারুজ্জামান রকি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুম বাংলাদেশ স্কুলের সভাপতি রুহুল আমিন সেলিম।
জ্যাকেট বিতরণ প্রসঙ্গে সংগঠনটির প্রতিষ্ঠাতা এসটি শাহীন বলেন, এর আগের বছরগুলোতে শীতে আমরা স্কুলের সব শিশুকে কম্বল দিয়েছিলাম। এবার একটু ব্যতিক্রম চিন্তা করেছি। আসলে কম্বল দিয়ে শিশুদের শীত নিবারণ করা সম্ভব না। কম্বলের প্রয়োজন শুধু ঘুমানোর সময়। বাকি সময় তাদের কাটে খুব কষ্টে। সেটা চিন্তা করেই তাদের জ্যাকেট দেয়া হয়েছে।
উল্লেখ্য রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বস্তিতে ২০১৬ সালের ১১ মার্চ মাত্র ১৩ জন সুবিধা বঞ্চিত পথ শিশুকে শিক্ষাদানের লক্ষে প্রতিষ্ঠা করা হয় ‘জুম বাংলাদেশ স্কুল’। রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের উদ্যোগে পরবর্তী সময়ে গড়ে তোলা হয় ‘এভারগ্রিন জুম বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। এ সংগঠনের ব্যানারে বর্তমানে ৫টি শাখায় ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুকে পাঠদান করানো হচ্ছে। যার মধ্যে রয়েছে ঝরেপড়া শিক্ষার্থী, মাদকাসক্ত, বস্তির ছিন্নমূল শিশুরা।
Advertisement
এমএএস/এমকেএইচ