শিক্ষা

মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ প্রণয়নে তথ্য আহ্বান

দেশের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি জাতীয় জ্ঞানকোষ বাংলা ও ইংরেজি ভায়ায় ১০ খণ্ডে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ `এনসাইক্লোপিডিয়া অব বাংলাদেশ ওয়ার অব লিবারেশন` প্রণয়নের জন্য তিন বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণ করেছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এর প্রকল্প পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া দেশের বরেণ্য পণ্ডিতবর্গ, শিক্ষাবিদ, প্রতিষ্ঠিত লেখকবৃন্দ জ্ঞানকোষের নিবন্ধ রচনায় নিয়োজিত আছেন। এতে মুক্তিযুদ্ধের জাতীয় ও আন্তর্জাতিক উভয় পরিপ্রেক্ষিত ও সংশ্লিষ্ট ঘটনা স্থান পাবে। মুক্তিযুদ্ধের বীর সন্তান, সংগঠক, সেক্টর কমান্ডার, সাব-সেক্টর কমান্ডার, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা (জীবিত বা মৃত), মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত ব্যক্তিবর্গ, মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু বা সহযোগী ইত্যাদি বিষয়ে অন্তর্ভুক্তি থাকবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের জ্ঞানকোষে তথ্য সরবরাহকারীকে অবশ্যই তার নাম, পরিচয় ও যোগাযোগের ঠিকানা প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে তথ্য প্রদান করতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ৫ পুরাতন সেক্রেটারিয়েট রোড, নিমতলী, ঢাকা। মোবা: 01755642100, 01819-248287 এবং Email: libwar.project@gmail.com যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।                        আমিনুল ইসলাম/এআরএ/পিআর

Advertisement