বরিশাল নগরীর বগুড়া রোডের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার ভেতর থেকে এক গ্রাহকের প্রায় ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, ১২ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। তবে ছিনতাইকারীদের দুই সহযোগি মামুন ও বাবুল পালিয়ে যায়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।আটকরা হলেন, ঢাকার বংশাল আরমানিটোলা এলাকার ইকবাল হোসেন ও এমদাদুল হক এবং মাইক্রোবাস চালক কামরাঙ্গীর চরের মো. নুরুল ইসলাম। স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহাবুদ্দিন, নগরীর ভাটিখানা জোড় মসজিদ এলাকার শান্তা আক্তার তার প্রতিবেশি শ্রী নিখিলের কাছ থেকে চার শতাংশ জমি ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হন। দুপুরে তারা দলিল রেজিস্ট্রি সম্পন্ন করার জন্য বরিশাল সাব রেজিস্ট্র্রি অফিসের ভেন্ডার মো. বাবুলের কাছে যান। জমির মূল্য অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ৯৪ হাজার ৮০০ টাকার চালান কাটার জন্য সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় যায় ভেন্ডার বাবুলের কর্মচারী রাজিব। জমা দেয়ার সময় কাউন্টারের ভেতর থেকে ৯৪ হাজার ৮০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। পুলিশি টহলের সময় এ দৃশ্য দেখে তিনি (টিএসআই শাহাবুদ্দিন) ছিনতাইকারী ইকবালকে হাতেনাতে ধরে ফেলেন।ছিনতাইকারীদের খপ্পরে পরা রাজিব হাওলাদার, ব্যাংকের কাউন্টারে টাকা দিয়ে তিনি অপেক্ষমান থাকার সময় অপরিচিত এক ব্যক্তি একটি এক হাজার টাকা দেখিয়ে সেটি জাল কিনা জানতে চায়। এই সুযোগে তাদের দলের অন্যান্য সদস্যরা কাউন্টারের ভেতর থেকে ৯৪ হাজার ৮০০ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি কিৎকার দিয়ে এক প্রতারককে জাঁপটে ধরলে তাকে মারধর করে প্রতারকরা। এ দৃশ্য দেখে টহল পুলিশ স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহাবুদ্দিন প্রতারক ইকবালকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় মাইক্রোবাস নিয়ে তার দলের অন্যান্যরা পালিয়ে যায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি কোতয়ালী) আনসারউদ্দিন জানান, প্রতারকরা পালিয়ে যাওয়ার সময় ওয়ারলেস বার্তার মাধ্যমে এ খবর ছড়িয়ে দেয়া হয়। এ সময় পুলিশের আরেকটি দল তাদের ধাওয়ার করে নগরীর নথুল্লাবাদ ব্রিজ থেকে অপর দুই ছিনতাইকারী এমদাদুল হক ও মাইক্রোবাস চালক কামরাঙ্গীর চরের মো. নুরুল ইসলামকে আটক করে। তাদের কাছ থেকে মাইক্রোবাসটি এবং তাদের একজনের পকেটে পাওয়া ১২ হাজার টাকা জব্ধ করেছে পুলিশ। তিনি আরো জানান, আটকরা পেশাদার অপরাধী এবং প্রতারক। তাদের বিরুদ্ধে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। ওই চক্রের অপর দুই সদস্যকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সাইফ আমীন/এআরএ/পিআর
Advertisement