দেশজুড়ে

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৭ জন

ভারতে দীর্ঘ কারাভোগের পর বুধবার সন্ধ্যায় দেশে ফিরে এসেছেন শিশুসহ সাতজন। রাতেই তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেছে `রাইটস যশোর` নামে একটি বেসরকারি সংস্থা।সংস্থার নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক জাগো নিউজকে জানান, রিক্রুটিং এজেন্সির দালালের খপ্পরে পড়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার উদ্দেশ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভারতে পাড়ি জমান। ভারতকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে সেখান থেকে মধ্যপ্রাচ্যে যাওয়া অনেক সহজ বলে জানিয়েছিলো ওইসব দালাল। কিন্তু ভারতে যাওয়ার পর অনেক বাংলাদেশি স্থানীয় পুলিশের হাতে আটক হয়ে কারাভোগ করতে বাধ্য হয়েছেন। তাদের মধ্যে সাতজনের সাজার মেয়াদ শেষ হওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের রাইটস যশোরের কাছে তুলে দেয়। সংস্থার পক্ষে তথ্যানুসন্ধ্যান কর্মকর্তা তৌফিকুজ্জামান তাদের গ্রহণ করেন।তৌফিকুজ্জামান জাগো নিউজকে জানান, ফিরে আসাদের মধ্যে সাইমন বিশ্বাস নামে আট বছরের এক শিশুও রয়েছেন। সে তার বাবার সঙ্গে ভারতের কারাগারে আড়াই বছর বন্দী ছিল। সাইমন যশোরের অভয়নগর উপজেলার ধলগ্রামের সফিকুল ইসলামের ছেলে।ফেরত আসা অন্যরা হলেন, সাইমন বিশ্বাসের বাবা সফিকুল ইসলাম, নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের আকরাম শেখের ছেলে বাবুু শেখ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বুধহারকান্দি গ্রামের রাজ্জাকের ছেলে নুরুল আবেদিন, সুনামগঞ্জের ছাতক উপজেলার বুবরাপুর গ্রামের আবদুল জলিলের ছেলে আফতাবুর রহমান, যশোরের বাঘারপাড়া উপজেলার আন্তাইখোলা গ্রামের রমজান মোল্লা ওরফে হান্নানের ছেলে শরিফ মোল্লা ওরফে বোরহান এবং শরীয়তপুর জেলার কুয়ারপুর গ্রামের সরাবত আলী খানের ছেলে ইদ্রিস আলী।তৌফিকুজ্জামান আরও জানান, বাংলাদেশিদের হস্তান্তরকালে ভারতীয় ইমিগ্রেশন অফিসার, তামিলনাড়ু পুলিশের প্রতিনিধি ছাড়াও বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনের এসআই আনিসুর রহমান উপস্থিত ছিলেন। মো. জামাল হোসেন/এমজেড/পিআর

Advertisement