রাজনীতি

দেশ এক উন্নয়নের কিংবদন্তিকে হারাল

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

Advertisement

শুক্রবার এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শোক বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে দেশ এক উন্নয়নের কিংবদন্তিকে হারাল। স্বাস্থসেবা, শিক্ষা, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক উন্নয়নে ফজলে হাসান আবেদ যে কীর্তি গড়েছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। হতদরিদ্রের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ফজলে হাসান আবেদের উদ্যোগ অক্ষয় হয়ে থাকবে। ফজলে হাসান আবেদ তার কর্মের মাঝে অমর হয়ে থাকবেন।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে অনুরূপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

Advertisement

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।

এইউএ/আরএস