পুরো নাম ঈশিকা খান। জন্ম খুলনার বাগেরহাট জেলায়। তিন ভাই-বোনের মধ্যে ঈশিকা দ্বিতীয়। শৈশবের কিছুটা সময় গ্রামের বাড়িতে কাটালেও বেড়ে উঠেছেন ঢাকাতেই। মডেলিং, অভিনয় আর উপস্থাপনার পাশাপাশি বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছেন তিনি।দুষ্টু মিষ্টি অভিনয়ের ঈশিকার সঙ্গে দর্শকের প্রথম পরিচয় মূলত একটি টেলিকম কোম্পানির বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে। এরপর পর্দায় সাবলীল উপস্থিতি আর টোলপড়া গালের হাসি তাকে সময়ের সঙ্গে এগিয়ে নিয়েছে অনেকখানি পথ। গেলো ঈদে ঈশিকা বেশ কিছু নাটক-টেলিছবিতে কাজ করেছেন। তারমধ্যে চারটি নাটক প্রচারিত হয়েছে ও প্রশংসিত হয়েছে। হালের এই পরিচিত মুখ তার সাম্প্রতিক ব্যস্ততা ও নানা গল্প নিয়ে খোশ আলাপে জমে ওঠেন জাগো নিউজের বিনোদন বিভাগে। সঙ্গে ছিলেন নাহিয়ান ইমনজাগো নিউজ : ঈদ কেমন কাটলো?ঈশিকা : আলহামদুলিল্লাহ, ভালোই কেটেছে। তবে কোথাও খুব একটা বের হইনি। বাসায় ছিলাম। বন্ধু-আত্মীয়স্বজন যারা বেড়াতে এসেছিলেন তাদের সাথে সময় পার করেছি, আড্ডা দিয়েছি। আর ঈদের প্রথম রাত থেকে দেশ টিভিতে প্রতি রাতে আমার উপস্থাপনায় লাইভ অনুষ্ঠান ‘ক্লোজআপ কলের গান’ ছিল সেখানে হাজির হয়েছি।জাগো নিউজ : ঈদে আপনার অভিনীত নাটকগুলো নিয়ে বলুন...ঈশিকা : আমার অভিনীত চারটি নাটক ঈদে প্রচারিত হয়েছে। এরমধ্যে রয়েছে ‘বসন্তে শূন্য বাগিচা, খোলা আসমান, ইটস অ্যানাদার লাভ স্টোরিসহ আরো একটি। সবগুলো নাটকে আমার উপস্থিতির মধ্য দর্শকরা ভ্যারিয়েশন পেয়েছে, ভালোভাবে গ্রহণ করেছে। দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। আমি সকলের কাছে কৃতজ্ঞ।জাগো নিউজ : নাটকে কাজ করার আগে কোন বিষয়গুলো মাথায় রাখেন?ঈশিকা : প্রথমেই বলতে চাই আমি কোয়ান্টিটি নয় কোয়ালিটিতে বিশ্বাসী। সেজন্য গল্পটা কেমন হবে সেটা বিবেচনা করি। তারপর ডিরেক্টরের মেকিং দক্ষতা সেইসাথে নিজের চরিত্র এবং কো-আর্টিস্ট কে থাকবে এগুলো ঠিকভাবে জেনে নেই। এসব ব্যাটে-বলে মিলে গেলে সেই নাটকে কাজ করি।জাগো নিউজ : আচ্ছা আপনাকে ঝগড়াটে চরিত্রে একটু বেশি দেখা যায়। কেন বলুনতো?ঈশিকা : (অট্টহাসি থামিয়ে) এটা শ্রেফ গল্পের প্রয়োজনে। তবে আমি চাই সব ধরণের চরিত্রে কাজ করতে। একজন প্রকৃত অভিনেত্রীকে সব চরিত্রে দেখা যায়। অনেকে আমাকে ঝগড়াটে চরিত্রে দেখে দেখে তেমনটাই ভাবে। কিন্তু আবার বাস্তবে জীবনে আমি কিন্তু একদম ঝগড়াটে না। যদিও একটু-আধটু রাগ দেখাই সেটাও পরিবারের মধ্যে। জাগো নিউজ : শুধুই নাটক-বিজ্ঞাপনে নিয়েই থাকবেন? চলচ্চিত্র কাজ নিয়ে কোন ভাবনা নেই?ঈশিকা : শোবিজে সর্বপ্রথম বিজ্ঞাপনচিত্রে কাজ করি তারপর নাটকে অভিনয় শুরু করি। এই দুই মাধ্যমের জন্য মানুষ আমাকে চিনেছে। সুতরাং বিজ্ঞাপন-নাটক নিয়ে আমার অন্যরকম ভালালাগা কাজ করে সবসময়। আর অবশ্যই চলচ্চিত্রে কাজ করার ইচ্ছা আছে। তবে এখনই না। আমি মনে করি চলচ্চিত্র শিল্প অনেক বড় মাধ্যম। এ মাধ্যমে কাজের জন্য নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করেই কাজে লাগতে চাই। বর্তমানে অনেক অফার আসছে কিন্তু সব ফিরিয়ে দিচ্ছি। আসলে আমি মনে করি বড়পর্দায় কাজের জন্য এখনো আমি প্রস্তুত নই। সেজন্য আরো কিছু সময়ের প্রয়োজন।জাগো নিউজ : বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন আপনি ‘সিঙ্গেল’। তা এখনো কি সিঙ্গেল? নাকি প্রেম করছেন?ঈশিকা : বিশ্বাস করুন আর নাই করুন এটা সত্যি যে আমি এখনো সিঙ্গেল। সত্যি কথা বলতে- আমি এই রিলেশনশিপে মোটেও বিশ্বাসী না। তাই প্রেম-ট্রেম আমার দ্বারা হবে না। সিঙ্গেল আছি, এই বেশ ভালো আছি।জাগো নিউজ : ধন্যবাদ আপনাকে।ঈশিকা : আপনাকেও ধন্যবাদ। জাগো নিউজের পাঠকদের জন্য শুভেচ্ছা। এলএ/
Advertisement