জাতীয়

শিক্ষকদের কার্যক্রম চালানোর অনুরোধ মন্ত্রীর

শিক্ষকদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সমন্বয় সভার শুরুতে শিক্ষামন্ত্রী এ অনুরোধ জানান।শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষকদের দাবির বিষয়টি বিবেচনার জন্য বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত কমিটি পুনর্গঠন করেছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের স্বার্থ দেখছে। শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা না চালিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই।পৃথক বেতনকাঠামো ও অষ্টম বেতনস্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ঈদের ছুটি শেষে আগামী ৬ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সিমতি ফেডারেশনের সভায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী এ কথা বললেন।জেডএইচ/পিআর

Advertisement