শিক্ষকদের সমস্যা সমাধানে সরকার কাজ করছে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সমন্বয় সভার শুরুতে শিক্ষামন্ত্রী এ অনুরোধ জানান।শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষকদের দাবির বিষয়টি বিবেচনার জন্য বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত কমিটি পুনর্গঠন করেছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের স্বার্থ দেখছে। শিক্ষকদের ক্লাস ও পরীক্ষা না চালিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই।পৃথক বেতনকাঠামো ও অষ্টম বেতনস্কেলে গ্রেড সমস্যা নিরসনের দাবিতে প্রায় চার মাস ধরে আন্দোলন করছেন সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ঈদের ছুটি শেষে আগামী ৬ অক্টোবর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সিমতি ফেডারেশনের সভায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী এ কথা বললেন।জেডএইচ/পিআর
Advertisement