আদব বা শিষ্টাচার ব্যক্তি জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ আদব হলো দীন ইসলামের সারবস্তু। তাই আদর্শ সমাজ গঠনে আদব-কায়দার গুরুত্ব অপরিসীম। উত্তম চরিত্র, ভালো ব্যবহার, সুসভ্য জাতি গঠনের সর্বোত্তম উপায় ও উপকরণ রয়েছে কুরআন-হাদিসে। জাগো নিউজে তার কিছু তুলে ধরা হলো-বাস্তব জীবনে একজন মুসলিমের খাবার ও পানীয় গ্রহণের সময় তার আদব কেমন হওয়া উচিৎ। মানুষের সঙ্গে ভাব-বিনময়ের আদব কেমন হবে, কিভাবে তার সালাম প্রদান, অনুমতি গ্রহণ, বসা, কথা বলা, আনন্দ ও শোক প্রকাশ করা, হাঁচি দেওয়া ও হাই তোলার মত বিবিধ কাজ সম্পন্ন হবে তার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ইসলামে।তখনই একজন মুসলিম কাঙ্খিত মানের ভদ্র ও সভ্য মানুষ হিসেবে আত্মপ্রকাশ করবে এবং নিজেকে অন্যান্য জাতির চেয়ে ভিন্ন বৈশিষ্ট্যে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে, যখন ইসলামি শিষ্টাচারের সৌন্দর্যকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও দুনিয়ার দিক দিগন্তে তুলে ধরতে পারবে।রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, إِنَّ الْهَدْىَ الصَّالِحَ ، وَالسَّمْتَ الصَّالِحَ ، وَالاِقْتِصَادَ جُزْءٌ مِنْ خَمْسَةٍ وَعِشْرِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ‘নিশ্চয়ই উত্তম চরিত্র, ভালো ব্যবহার ও পরিমিত ব্যয় বা মধ্যপন্থা অবলম্বন করা নবুয়্যাতের পঁচিশ ভাগের এক ভাগ সমতুল্য।’ (আবু দাউদ)হজরত আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, اُطْلُبْ الْأَدَبَ فَإِنَّهُ زِيَادَةٌ فِي الْعَقْلِ ، وَدَلِيلٌ عَلَى الْمُرُوءَةِ ، مُؤْنِسٌ فِي الْوَحْدَةِ ، وَصَاحِبٌ فِي الْغُرْبَةِ ، وَمَالٌ عِنْدَ الْقِلَّةِঅর্থাৎ ‘তুমি আদব অন্বেষণ কর। কারণ, আদব হলো বুদ্ধির পরিপুরক, ব্যক্তিত্বের দলীল, নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ বন্ধু, প্রবাসজীবনের সঙ্গী এবং অভাবের সময়ে সম্পদ।’ হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, تَأَدَّبُوا ثُمَّ تَعَلَّمُوا অর্থাৎ ‘তোমরা আগে সুসভ্য হও, তারপর জ্ঞান অর্জন কর।’কোনো কোনো দার্শনিক বলেন, لَا أَدَبَ إلَّا بِعَقْلٍ ، وَلَا عَقْلَ إلَّا بِأَدَبٍ অর্থাৎ ‘আকল (বুদ্ধি) ছাড়া আদব হয় না; আবার আদব ছাড়া আকলও হয় না।’ অর্থাৎ একটি আরেকটির পূরিপূরক।পরিশেষে একটি উপদেশ দিয়ে শেষ করতে চাই...এক ব্যক্তি তার ছেলেকে উদ্দেশ্য করে বললেন, اجْعَلْ عَمَلَك مِلْحًا وَأَدَبَك دَقِيقًا অর্থাৎ ‘তুমি তোমার আমলকে মনে করবে লবণ, আর তোমার আদবকে মনে করবে ময়দা।’ অর্থাৎ তুমি আমলের চেয়ে আদবকে এত বেশি গুরুত্ব দিবে, লবণ ও ময়দার স্বাভাবিক মিশ্রণে উভয়ের অনুপাত যেভাবে কম বেশি হয়। আল্লাহ সমগ্র মুসলিম উম্মাহকে প্রতিটি কাজে আদব রক্ষা করে চলার তাওফিক দান করুন। আমিন।জাগো ইসলামে লেখা পাঠাতে ই-মেইল : jagoislam247@gmail.comজাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।এমএমএস/পিআর
Advertisement