প্রবাস

কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে- প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে কুয়েতের মিসিলা এলাকায় বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন হয়।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় দূতাবাসের কর্মকর্তারা একে একে বাণীসমূহ পাঠ করে শোনান। এসময় রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. আনিসুজ্জামান, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খান, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, সোনালী ব্যাংক কর্মকর্তা মো. জাহির হোসেন মজুমদারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ও কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতা ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

বক্তারা কুয়েতে বাংলাদেশি শ্রকিমদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রবাসীদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এস এম আবুল কামাল বলেন, সমস্যা কম-বেশি থাকবে, তবুও আমরা ডাটাবেজ তৈরি করে শ্রমিকদের আকামা সমস্যা, কাজ নেই, বেতন পায় না ইত্যাদি সমস্যাগুলো নিয়ে কাজ শুরু করেছি এবং ইতোমধ্যে অভিযুক্ত কোম্পানির সাথে আলাপ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

এনএফ/এমএস

Advertisement