বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে ইলিশ শিকারের দায়ে সাত জেলেকে এক বছর করে করাদণ্ড প্রদান করেছেন ভ্রম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে তাদের ভ্রম্যমাণ আদালতে সোপর্দ করা হলে এই দণ্ড দেয়া হয়। হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জাগো নিউজকে জানান, বুধবার মধ্যরাতে মেঘনায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় সাত জেলেকে আটক করা হয়। সকালে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা তানিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।সাইফ আমীন/এমজেড/পিআর
Advertisement