আন্তর্জাতিক

পাকিস্তান সন্ত্রাসের পৃষ্ঠপোষক : ভারত

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন দেশ দুটির প্রতিনিধিরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ তার বক্তব্যে বলেছেন, কাশ্মীর থেকে ভারতের সেনা প্রত্যাহার করে নিতে হবে।এদিকে, নেওয়াজের বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেছেন, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের পৃষ্ঠপোষক। কাশ্মীরে শান্তি ফেরাতে জঙ্গিদের হটাতে মনোযোগ দিক পাকিস্তান।এর আগে, পাকিস্তান সন্ত্রাসবাদকে দেশ চালানোর বৈধ হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছে বলে অভিযোগ করে ভারত। কাশ্মীর সমস্যার সমাধানে নেওয়াজ শরিফের চারটি প্রস্তাবের জবাবেই পাকিস্তানকে এক হাত নিয়েছে ভারত। সন্ত্রাসের পীঠস্থান বলে পাকিস্তানকে আক্রমণ করে টুইট করেছেন ভারতের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বিকাশ স্বরূপ ।নেওয়াজ শরীফ তার চার দফা প্রস্তাবে বলেছেন, ২০০৩ সালের সীমান্ত যুদ্ধবিরতি চুক্তি মেনে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দু’দেশের অস্ত্রবিরতি কার্যকর করতে হবে। এছাড়া যে কোনো পরিস্থিতিতে কাশ্মীর সীমান্তে সেনাবাহিনীর ব্যবহার এড়িয়ে চলা ও কাশ্মীর থেকে ভারতীয় সেনা সদস্যদের প্রত্যাহার করে নেয়া এবং সিয়াচেন হিমবাহ থেকে ভারত ও পাকিস্তানকে নিঃশর্ত সেনা প্রত্যাহারে সম্মত হওয়ার প্রস্তাব করেন নেওয়াজ।তবে পাক প্রধানমন্ত্রীর দেওয়া এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভারত। ভারতের কড়া জবাব, সেনা প্রত্যাহার নয়, বরং কাশ্মীরে শান্তি ফেরাতে জঙ্গিদের হঠাতে মনোযোগ দিক পাকিস্তান। এসআইএস/পিআর

Advertisement