নাট্য নির্মাতার জনপ্রিয় চরিত্র সিকান্দার বক্স। নাটকের পর্দায় নানা কথা ও কর্মকাণ্ডে সবাইকে তিনি হাসিয়েছেন বহুবার। দু:খের ব্যাপার হলো আর কাউকে বিনোদিত করতে দেখা যাবে না সিকান্দারকে। সারা দেশ ঘুরে বেড়িয়ে তিনি ফিরে গেলেন নিজ গ্রামে।হ্যাঁ, ঠিক তাই। শেষ হয়ে গেল মোশাররফ করিম অভিনীত ‘সিকান্দার বক্স’ চরিত্রের নাটকের সিরিজ। বাংলাভিশনের জনপ্রিয় নাটক ‘সিকান্দার বক্স’র শেষ সিক্যুয়াল প্রচার হল ঈদুল আজহার ষষ্ঠ দিন বুধবার রাতে।ভক্তদের মনে কষ্ট দিলেও বিদায় বেলা নিজে ঠিকই হেসেছেন সিকান্দার বক্স। তাকে আনন্দ আর উৎসবের সাথেই ‘গুডবাই’ জানানো হয়েছে। বুধবার রাতে নাটকটির শেষ পর্ব প্রচার উপলক্ষে সিকান্দার বক্সের কুশীলবরা একত্রিত হয়েছিলেন রাজধানীর ইস্কাটনে অভিনেতা ফারুক আহমেদের বাসায়। নানা স্মৃতি কাতরতায় আর হৈ চৈ করে একসঙ্গে দেখেছেন নাটকটির শেষ পর্ব।এ সময় উপস্থিত ছিলেন নাটকটির নির্মাতা সাগর জাহান, সিকান্দার বক্স চরিত্রের মোশাররফ করিম, সিকান্দার বক্সের স্ত্রীর চরিত্রের অভিনেত্রী আনিকা কবির শখ, মামা ফারুক আহমেদ, আলগা সিদ্দিক চরিত্রের অভিনেতা শাহনেওয়াজ রিপন’সহ নাটকটি ক্যামেরাম্যান, সহকারী পরিচালক ও প্রডাকশনের অন্যরা।এ বিষয়ে নির্মাতা সাগর জাহান জানালেন, ‘একটি ঘরোয়া আয়োজনের মাধ্যমে সিকান্দার বক্সকে বিদায় দিয়েছি আমরা। ফারুক ভাই নিজেই এর আয়োজক। নিজে সবাইকে তার বাসায় দাওয়াত দিলেন। সবাই একসঙ্গে দেখলাম সিকান্দার বক্স।’তিনি আরো বলেন, ‘আরমান ভাইয়ের পর সিকান্দার বক্সও যে এতটা জনপ্রিয়তা পাবে ভাবতে পারিনি। আমি অভিভূত এবং দর্শকদের কাছে কৃতজ্ঞ। সবাই দোয়া করবেন যাতে আবারো কাউকে নিয়ে হাজির হতে পারি।’এলএ
Advertisement