দেশের পুঁজিবাজারে টানা দুই দিন পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থান হয়েছে। এদিন সূচকের উত্থান হলেও উভয় বাজারে লেনদেন কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। বাজার পর্যালোচনা করে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৫৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫১পয়েন্টে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৪ কোটি ২৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭১ কোটি টাকা কম। বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৩৪ লাখ টাকা। বৃহস্পতিবার ডিএসইতে ৩২০ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৫০টির, কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত আছে ৪২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৪৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১২হাজার ৯২৮ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসআই শরীয়াহ সূচক দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৪৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ২৪৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে । এরমধ্যে দর বেড়েছে ১০৮ টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত আছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসআই/এসকেডি/পিআর
Advertisement