টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটির কার্যক্রম শুরু হয়।
Advertisement
দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে অভিবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন যথাক্রমে রাজনৈতিক কাউন্সিলর ড. জিয়াউল আবেদিন, বাণিজ্যিক কাউন্সিলর ড. আরিফুল হক, শ্রম কাউন্সিলর মো. জাকির হোসেন এবং প্রথম সচিব আরিফ মোহাম্মাদ।
অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দ্য আফেয়ার্স ড. শাহিদা আক্তার বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ ছাড়া প্রবাসীদের জন্য সরকার কী করছে এবং রেমিট্যান্স বাংলাদেশে বৈধপথে পাঠালে কী ধরনের সুযোগ-সুবিধা আসবে বিস্তারিত আলোচনা করেন।
বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স : জাপান বাংলাদেশের প্রেক্ষাপট শীর্ষক আলোচনা করা হয়। এ সময় ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের নতুন সদস্যদের মধ্যে কার্ড প্রদান করা হয়।
Advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা, রেমিট্যান্স হাউসের প্রতিনিধি, কর্মী প্রেরণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধি ও টেকনিক্যাল ইন্টার্ন কর্মীসহ আরও অনেকে।
এমআরএম/জেআইএম