খেলাধুলা

রোমান সানার মায়ের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং (স্টেজ-৩) আরচারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী আরচার রোমান সানাকে গত ১৭ সেপ্টেম্বর গণভবনে ডেকে নিয়ে তার অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

প্রতিশ্রুতি মতো দেশসেরা এই আরচারের মায়ের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী দিয়েছেন ৫ লাখ টাকা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রদত্ত সেই টাকার চেক আজ (বুধবার) রোমান সানার কাছে হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

আজ সন্ধ্যায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি তার নিজ দপ্তরে দেশের অন্যতম সেরা আরচার রোমান সানার কাছে এই চেক হস্তান্তর করেছেন।

চেক বিতরণকালে প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমাদের সৌভাগ্য যে, আমরা শেখ হাসিনার মতো এমন একজন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছি। যিনি সবসময় আমাদের ক্রীড়াবিদদের পাশে থেকে উৎসাহ দিয়ে থাকেন। কোনো খেলোয়াড় বা তাদের পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি রোমান সানার অসুস্থ মায়ের জন্য এই পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন। সাফল্য অর্জনকারী সকল ক্রীড়াবিদকেই মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত করছেন। যা ক্রীড়াবিদদের ভালো খেলতে উৎসাহিত করছে।’

Advertisement

এসএ গেমসে সাফল্যের কথা উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমি আজ সকালে স্পেশাল অলিম্পিক গেমসে পদকজয়ী ক্রীড়াবিদদের সংবর্ধনা জানিয়েছি। এসএ গেমসে সাফল্য অর্জনকারীদেরও শিগগিরই সংবর্ধনা দেয়া হবে।’

প্রধানমন্ত্রী প্রদত্ত অর্থের চেক পেয়ে আরচার রোমান সানা প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। এ পুরস্কার আমাকে পরবর্তীতে আরো ভালো ফলাফল অর্জন করতে উৎসাহিত করবে।’

আরআই/এমএমআর/এমএস

Advertisement