বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আমরা চিন্তিত। ভারত এনআরসির মাধ্যমে বাংলাদেশকে বিপদগ্রস্ত করছে। সরকার কোনো প্রতিবাদ করতে পারছে না।
Advertisement
বুধবার সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোশাররফ বলেন, গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার চক্রান্ত হচ্ছে। আমরা এটাকে দৃঢ়ভাবে বলতে চাই, অন্য কেউ চক্রান্ত করছে না। আজকে যারা সরকারে বার বার গায়ের জোরে মানুষের অধিকারকে ডাকাতি করে আপনারা ক্ষমতায়। আপনারাই আজকে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছেন।
বিএনপির এই নেতা বলেন, আজকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ভারতের এনআরসির মাধ্যমে বাংলাদেশকে বিপদগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এই সরকার তার প্রতিবাদ করতে পারছে না। আধিপত্যবাদ সম্প্রসারণবাদের পক্ষে যারা তারা হচ্ছে এই সরকার।
Advertisement
বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আলিমের সঞ্চালনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
কেএইচ/এমএসএইচ/জেআইএম