নিউইয়র্কে সার্ক কাউন্সিল অব মিনিস্টারস এর সভায় অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি বৃহস্পতিবার নিউইয়র্কে সার্ক কাউন্সিল অব মিনিস্টারস এর এক সভা অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলাদেশের পক্ষে সভায় অংশগ্রহণ করেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা বিগত সার্ক কাউন্সিল অব মিনিস্টারস এর সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পেশ করেন। সার্কের সকল সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা অগ্রগতি প্রতিবেদনের উপর বক্তব্য প্রদান করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার বক্তব্যে জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ সার্কভুক্ত দেশসমূহের প্রেক্ষাপটে বাস্তবায়নের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের ব্যাপারে প্রস্তাব করেন।তিনি বহুপাক্ষিক বিভিন্ন ক্ষেত্রে যেখানে সার্ক দেশসমূহের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত সেসব ক্ষেত্রে সু-সমন্বয়ের জন্য নিউইয়র্ক ও জেনেভাতে এসব দেশসমূহের স্থায়ী প্রতিনিধিগণের মধ্যে নিয়মিতভাবে যোগাযোগের মাধ্যমে কাজ করার ব্যাপারেও মতামত ব্যক্ত করেন।এসএ/এসএইচএস/পিআর
Advertisement