রাজনীতি

আওয়ামী লীগের অর্জনে বিএনপি বিবাদ সৃষ্টি করে : নাসিম

ইতালিয়ান নাগরিক তাভেলা সিজার হত্যাকাণ্ডে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ যখন অর্জন করে বিএনপি তখন বিবাদ সৃষ্টি করে।   বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে শেখ হাসিনার ভাষণ দেয়া প্রসঙ্গে নাসিম বলেন, এটি একটি ঐতিহাসিক ভাষণ। জাতিসংঘের অধিবেশনে বঙ্গবন্ধু বাংলা ভাষায় বক্তব্য দিয়ে বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্যকে যেমন সম্মানিত করেছিলেন, তেমনি একই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলায় ভাষণ দিয়ে জাতিকে গৌরবান্বিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে সারা দুনিয়া অবাক হয়েছে। জাতিসংঘের মহাসচিব, মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বনেতারা বাংলাদেশকে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করছেন। ৩ অক্টোবর শেখ হাসিনার দেশে ফেরার পথে বিশেষ সংবর্ধনা দেয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। এই সংবর্ধনায় ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর জনসাধারণকে অংশ নেয়ার আহ্বান জানান নাসিম। সভায় আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেক হক, ড. আব্দুর রাজ্জাক, অসীম কুমার উকিল, নগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন প্রমুখ।এএসএস/এআরএস/পিআর

Advertisement