জঙ্গিবাদ প্রশ্নে সরকার নিজেই আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত ‘জঙ্গি তথ্যের আবিষ্কার, সংকট ও পরিনতি মুক্তি কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খন্দকার মাহবুব বলেন, সরকার কথায় কথায় দেশে জঙ্গিবাদ উত্থান হয়েছে বলে যে ফাঁদ তৈরি করে পশ্চিমা দেশগুলোর সহযোগিতা নিতে চেয়েছিলেন সেই ফাঁদেই তারা নিজেই আটকা পড়েছে।বাংলাদেশের চরম ক্লান্তিকাল চলছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। তিনি আরো বলেন, সরকার জঙ্গিবাদ প্রচার করে দেশের ইমেজ ক্ষুন্ন করেছে। বিশ্বে কয়েকটি দেশ ট্রাভেল এলার্ট জারি করা দেশের জন্য লজ্জার ব্যাপার। প্রধানমন্ত্রীর পদক বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পদক বাণিজ্য চলছে। পদক দিয়ে সমস্যার সমাধান হবে না। সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এজন্য প্রয়োজন একটি নির্দলীয় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন। প্রবীন এই আইনজীবী বলেন, আওয়ামী সরকার প্রহসনের নির্বাচনে ক্ষমতায় এসে জনগণের মতামত ছাড়াই সংবিধান পরিবর্তন করে একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে। অতীতে অনেক বড় বড় নেতারা ক্ষমতার অপব্যবহার করে চিরকাল ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু তারা পারে নাই। আপনারাও পারবেন না। আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এহসানুল হুদার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপ ভাসানীর চেয়ারম্যান জেবেল রহমান, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া ও বাংলাদেশ জাতীয় দলের যুগ্ম মহাসচিব এ এইচ এম শামীম প্রমুখ।আএসএস/এআরএস/পিআর
Advertisement