যে স্লোগান দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে সেটাকে বাণিজ্যিকভাবে ওয়েলকাম টিউন হিসেবে গ্রাহকদের কাছে বিক্রি অপরাধ ও অন্যায় উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন নামক একটি সংগঠন।
Advertisement
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ বিষয়ে প্রতিবাদ জানান সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্লোগান ছিল ‘জয় বাংলা’। সম্প্রতি হাইকোর্ট থেকে নির্দেশ প্রদান করা হয়েছে যে, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করতে হবে। স্বাধীনতার ৪৯ বছরে পদার্পণের দিনে গ্রামীণফোন গ্রাহকদের কাছে বার্তা পাঠায়, ‘জয় বাংলা ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে ডায়াল করুন *২৪০০০*২৮#, মাত্র ৩১.৪২ টাকা ৩০ দিনের সাবস্ক্রিপশনসহ’। আমরা বিটিআরসির সাথে যোগাযোগ করে এই বিষয়টি অবগত করি যে, গ্রামীণফোনের এ ধরনের অফার নিতে অনুমোদন আছে কি-না। কারণ গ্রামীণফোনের এনওসি (অনাপত্তিপত্র) বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, এমতাবস্থায় তারা কীভাবে এ ধরনের একটি বাণিজ্যিক অফার দেয় এবং যা জাতির হৃদয়ে আঘাত হানে। আমরা মনে করি, এই স্লোগানকে বাণিজ্যিকভাবে ব্যবহার করে জাতিকে অপমান করা হয়েছে। আমরা দ্রুত এর বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ প্রত্যাশা করি।
Advertisement
এএস/এমএসএইচ/এমএস