কলকাতার মোহনবাগান ফুটবল দল বাংলাদেশে খেলতে না আসলেও কলকাতার আরেক দল ইস্টবেঙ্গল খেলতে আসছেন এটা প্রায় নিশ্চিত। তবে সম্প্রতি নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসতে অনিহা প্রকাশ করার সঙ্গে সুর মিলিয়েছে তারাও। তারা বলছে, যেখানে নিরাপত্তা সংক্রান্ত কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর সংশয়ে রয়েছে। সেখানে ইস্টবেঙ্গল কি ঝুঁকি নেবে? কলকাতার আনন্দবাজার পত্রিকায় এ তথ্য জানিয়েছে।পত্রিকাটি তার প্রতিবেদনে জানায়, মোহনবাগান বাংলাদেশের টুর্নামেন্ট খেলতে না গেলেও, ইস্টবেঙ্গল সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ভাবছে। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর সংশয়ে রয়েছে। সেখানে ইস্টবেঙ্গল কি ঝুঁকি নেবে? লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলছেন, ‘‘আমরা ফেডারেশনের কাছে এ ব্যাপারে জানতে চাইব। ওদের মাধ্যমেই আমাদের কাছে প্রস্তাব এসেছে খেলার। ফেডারেশন নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করলে তবেই বাংলাদেশ যাবো।’’এদিকে আই লিগের প্রস্তুতির জন্য পূজার সময়ের এই টুর্নামেন্ট কাজে আসবে বলেই মনে করছেন বিশ্বজিৎ ভট্টাচার্য।বাংলাদেশ সফরের আগে বেশ কয়েক জন ফুটবলারকে দলে নিতে চান এই কোচ। কারণ, আইএসএল খেলতে টিমের বেশির ভাগ ফুটবলারই চলে গিয়েছেন।উল্লেখ্য, এদিকে অনিশ্চয়তার কালো মেঘ কাটছে না অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরে। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল হওয়ার শঙ্কা জেগেছে। আজ (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়া তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।আরএস/আরআইপি
Advertisement