সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের মিশ্রভাবে চলছে লেনদেন। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক নিম্নমুখী থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ঊর্ধ্বমূখী রয়েছে।বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টা পর সকাল ১১টা ৪০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে দশমিক ৫১ পয়েন্ট কমে চার হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫০ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১০৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১১৪টির দাম বেড়েছে, কমেছে ৯৮টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫১ পয়েন্টে। সিএসই৫০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯১০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট ১৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫ কোটি ৪২ লাখ টাকার।এসআই/এআরএস/আরআইপি
Advertisement