রাজনীতি

৩০ অক্টোবর মোশাররফের জামিন শুনানি

অর্থ পাচার মামলায় কারাগারে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন শুনানির জন্য আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ।সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন। দুদকের আইনজীবী খোরশেদ আলম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ৯ জুলাই বিচারপতি রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মোশাররফকে জামিন দিয়েছিল। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি করে আপিল বিভাগ তার জামিন বাতিল করে।গত ১০ ফেব্রুয়ারি অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন।এরপর ২৪ ফেব্রুয়ারি দুদকের এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের আপিল বিভাগ।

Advertisement