চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলাদেশের বনাঞ্চল’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : বাংলাদেশে জনপ্রতি বনভূমির পরিমাণ কত? উত্তর : ০.০১৮ হেক্টর। ২. প্রশ্ন : বাংলাদেশের বন এলাকা কয়টি অঞ্চলে বিভক্ত?উত্তর : ৪টি।৩. প্রশ্ন : বাংলাদেশের বনাঞ্চলগুলো কি কি? উত্তর : পাহাড়ি, ম্যানগ্রোভ, সমতল এলাকার শাল ও গ্রামীণ বনাঞ্চল।৪. প্রশ্ন : পাহাড়ি বনাঞ্চলের আয়তন কত? উত্তর : ১৫,৬৬,৯৩৫ একর। ৫. প্রশ্ন : ম্যানগ্রোভ বনের আয়তন কত? উত্তর : ১৪,০৫,০০০ একর।৬. প্রশ্ন : শাল বনাঞ্চলের আয়তন কত? উত্তর : ২,৮১,৯৫৩ একর।৭. প্রশ্ন : বাংলাদেশের মোট আয়তনের কত অংশ বনাঞ্চল? উত্তর : প্রায় ১৭ শতাংশ।৮. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? উত্তর : পার্বত্য চট্টগ্রামের বনভূমি।৯. প্রশ্ন : বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভূমি কোনটি? উত্তর : সুন্দরবন (একক হিসেবে বৃহত্তম)। ১০. প্রশ্ন : বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল কোনটি? উত্তর : মধুপুর জঙ্গল।১১. প্রশ্ন : সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি? উত্তর : সুন্দরী।১২. প্রশ্ন : ধুন্দল গাছের কাঠ থেকে কী প্রস্তুত করা হয়? উত্তর : পেন্সিল।১৩. প্রশ্ন : কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? উত্তর : গরান। ১৪. প্রশ্ন : কোন জাতীয় গাছ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? উত্তর : বাঁশ জাতীয় গাছ। ১৫. প্রশ্ন : ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত? উত্তর : গাজীপুর জেলায়। ১৬. প্রশ্ন : মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কী? উত্তর : শাল বা গজারি। ১৭. প্রশ্ন : কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? উত্তর : তুলা গাছকে। ১৮. প্রশ্ন : দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? উত্তর : পার্বত্য বনাঞ্চল। ১৯. প্রশ্ন : বরেন্দ্র ভূমিতে কোন গাছ সবচেয়ে বেশি? উত্তর : শাল গাছ।২০. প্রশ্ন : সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত? উত্তর : বাংলাদেশ-ভারত।# আজকের সাধারণ জ্ঞান : ৩০ সেপ্টেম্বর ২০১৫এসইউ/আরআইপি
Advertisement