বিনোদন

গায়ক ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই

না ফেরার দেশে চলে গেলেন গায়ক ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ (রোববার) ভোর সাড়ে ৪টায় মারা গেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন) তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পৃথ্বীরাজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই ঋতু রাজ।

Advertisement

জানা গেছে, পৃথ্বীরাজ শারীরিকভাবে অসুস্থ ছিলেন বেশ কিছুদিন। একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলেন। শনিবার রাত ১০টায় ধানমন্ডিতে নিজের স্টুডিওতে প্রবেশ করেন তিনি। রাতে বাসায় ফিরতে দেরি করলে, তার পরিবারের সদস্যরা তাকে ফোন করতে থাকেন।

কোনো সাড়া না পেয়ে এক সময় স্টুডিওর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এরপর দ্রুত রাজধানীর সিটি হসপিটালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঋতুরাজ জানান, ১৫ ডিসেম্বর যোহরের নামাযের পর পৃথ্বীরাজের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

Advertisement

প্রসঙ্গত, ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে আলোচনায় আসা পৃথ্বী রাজ ২০১১ সালে নিজের প্রথম অ্যালবাম ‘ডট’ প্রকাশ করেছিলেন। পৃথ্বীরাজ গানের পাশাপাশি ‘সেন্টার ফর মিউজিকলজি’ নামের একটি গানের স্কুলও চালাতেন। এছাড়া তিনি এবিসি রেডিও ৮৯.২'তে কর্মরত ছিলেন।

এমএবি/পিআর