চলতি বছর মেডিকেল ভর্তিতে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৮৬ ভাগ শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ নম্বর ১০। চলতি ২০১৫-১৬ এমবিবিএস ও বিডিএস কোর্সে মোট আসন সংখ্যা ৩ হাজার ৬৯৪টি। মোট আসনের মধ্যে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ৩ হাজার ৭৩ জন শিক্ষার্থী এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত, অর্থাৎ মোট জিপিএ নম্বর ১০। ডেন্টাল কলেজে সুযোগপ্রাপ্ত ৪৬৭ জন শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত নম্বর ৯ দশমিক ৫ থেকে ১০। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নান জানান, মোট আসনের মধ্যে মেধা ও জেলা কোটায় ৩ হাজার ৫৮৩ ও পার্বত্য জেলা, উপজাতি ও অন্যান্য জেলা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য-সহ বিভিন্ন সংরক্ষিত কোটায় ১১১টি আসন রয়েছে। এ বছর কোটা ব্যাতিত জিপিএ ৯ দশমিক ০৮ এর কম পাওয়া কোন শিক্ষার্থী মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পায়নি। অধ্যাপক হান্নান আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস কিংবা কোনো প্রকার সুযোগ নিয়ে ভর্তির সুযোগের অভিযোগ গুজব ও ভিত্তিহীন। গত ১৫, ১৭ ও ২২ সেপ্টেম্বর র্যাব প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যে চক্রটিকে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রশ্নপত্রের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি।এদিকে বেশ কিছুদিন যাবত রাজধানীসহ সারাদেশে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ও পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আন্দোলন করে আসছেন। আন্দোলনের মাঝেই বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি), সরকারের বাহিরে থাকা বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দলও পুনরায় পরীক্ষার দাবি জানিয়েছে। কিন্তু স্বাস্থ্য অধিদফতর এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চুপ রয়েছে।উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর চলতি বছরের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় ৮২ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে।# ওসমানী মেডিকেল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ# মেডিকেলে পুনঃভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ (দেখুন ছবিতে)# মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলে তিন সচিবকে লিগ্যাল নোটিশ# ফেসবুকে অফারের ছড়াছড়ি : মেডিকেল প্রশ্নপত্র ফাঁস!# আসলেই কি ফাঁস হয়েছে মেডিকেল ভর্তির প্রশ্নপত্র!# মেডিকেলের প্রশ্ন ফাঁস : ফেসবুকের তথ্য ঘাঁটছে গোয়েন্দারা# মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস : ডাক্তারসহ আটক ৪# প্রশ্নপত্র ফাঁস নিয়ে চিন্তিত মন্ত্রণালয়-অধিদফতর# মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধনএমইউ/আরএস/আরআইপি
Advertisement