ফিচার

আজকের এইদিনে : ০১ অক্টোবর

১৬৮৪ - খ্রিস্টাব্দের এই দিনে  প্রখ্যাত ফরাসী ক্লাসিক থিয়েটারের জনক কবি ও নাট্যকার পিয়েরে কর্ণাইল ৭৬ বছর বয়সে প্যারিসে মৃত্যুবরণ করেন।১৭৮০ -  খ্রিস্টাব্দের এই দিনে  কলকাতা শহরের বৈঠকখানা রোডের বাড়িতে আজকের আলিয়া মাদরাসা শিক্ষাধারার পত্তন হয়।১৭৯২ - খ্রিস্টাব্দের এই দিনে  ব্রিটেনে প্রথম মানি অর্ডার প্রথা চালু হয়।১৮৫৪ - খ্রিস্টাব্দের এই দিনে  ভারতবর্ষে সরকারিভাবে ডাকটিকিট ব্যবস্থা চালু হয়।১৯৫৫ - খ্রিস্টাব্দের এই দিনে প্রেসিডেন্ট মাওসেতুংয়ের নেতৃত্বে গণচীন প্রজাতন্ত্র তার অস্তিত্ব ঘোষণা করে।১৯০৬ - খ্রিস্টাব্দের এই দিনে  প্রখ্যাতসঙ্গীত শিল্পী শচীন দেব বর্মনের জন্ম।১৯১৮ -খ্রিস্টাব্দের এই দিনে   স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস মৃত্যুবরণ করেন।১৯২৪ - খ্রিস্টাব্দের এই দিনে  রাজনীতিবিদ আবদুল মালেক উকিলের জন্ম।  ১৯৮০ - খ্রিস্টাব্দের এই দিনে   টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস জন্মগ্রহণ করেন।এইচআর/এআরএস/আরআইপি

Advertisement