অবশেষে বুধবার জাতিসংঘে প্রথমবারের মতো পতাকা উড়লো ফিলিস্তিনি পতাকা। নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর ১টায় এ পতাকা উত্তোলন করা হয় এবং অনুষ্ঠানে বিপুলসংখ্যক কূটনীতিক ও সাংবাদিক উপস্থিতি ছিলেন।জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেয়ার পর ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পতাকা উত্তোলন করেন। পতাকা তোলার এ অনুষ্ঠানকে তিনি ফিলিস্তিনের শহীদ, কারাবন্দি, আহতদের জন্য উৎসর্গ করেন।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একে ফিলিস্তিনের স্বাধীনতা অর্জণে ক্ষেত্রে ক্রমবর্ধমান হতাশার সময়ে আশার আলো হিসেবে অভিহিত করেছেন।জাতিসংঘ সদরদপ্তরে পতাকা তোলার বিষয়ে গত ১০ সেপ্টেম্বর একটি প্রস্তাব পাস করা হয়। আমেরিকা, ইসরাইল ও অস্ট্রেলিয়াসহ মাত্র সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। অন্যদিকে, প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১৯টি।এছাড়া, ৪৫টি দেশ ভোট দেয়া থেকে বিরত থাকে। ইসরাইল বলেছে, এ ঘটনা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য ইতিবাচক কিছু বয়ে আনবে না।বিএ
Advertisement