সাইফুল ইসলাম মান্নু। সম্প্রতি তার পরিচালিত চলচ্চিত্র ‘পুত্র’ ২০১৮ সালের সেরা চলচ্চিত্রের পাশাপাশি সর্বোচ্চ শাখা অর্থাৎ মোট ১১টি শাখায় জিতে নিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পুরস্কৃত হয়েছেন নিজেও। শুধু তিনি না তার সহধর্মিণী সাদিয়া শবনম শান্তু শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা বিভাগে এ সিনেমার জন্য জিতেছেন পুরস্কার।
Advertisement
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাইফুল ইসলাম মান্নু বলেন, ‘রাষ্ট্রীয় স্বীকৃতি রাষ্ট্রের প্রতি আরও বেশি দায়ীত্বশীল করে তোলে। শুধুমাত্র নিজের জীবিকার জন্য নয়, বরং রাষ্ট্রের কল্যাণে শিল্পের প্রয়োগ এর জন্য দায়বদ্ধ হয়ে গেলাম। আর আমার স্ত্রী সাদিয়া শবনম শান্তুর অ্যাওয়ার্ড প্রাপ্তি, সব মিলিয়ে অসম্ভব রকম খুশি আমি।’
এদিকে সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় অসংখ্য নাটকে সেট, আর্ট ও পোশক পরিকল্পনা বিভাগে নান্দনিকতার সঙ্গে কাজ করেছেন তার স্ত্রী শান্তু।
মান্নুর সহধর্মিণী শান্তু বলেন, ‘সত্যিই এটা আমার জন্য বিশেষ প্রাপ্তি। আমার কাজের স্বীকৃতি হিসেবে এতদিন দর্শকের প্রশংসা পেলেও এবার রাষ্ট্রীয় সম্মাননা পেয়ে আরও বেশি ভালো লাগছে।’
Advertisement
‘পুত্র’ নির্মাণের পর পরই এই দম্পতি চলে যান আমেরিকা। যুক্তরাষ্ট্রে চলে গেলেন কেন? এর জবাবে মান্নু বলেন, ‘শিল্পাঙ্গন ছেড়ে যাইনি বরং শিল্পের বিশ্ব বাজারে হাঁটার চেষ্টা করছি। নতুন কিছু শেখার ও জানার চেষ্টা করছি। ওখানে একটি ইউনিভার্সিটিতে কমিউনিকেশন ফিল্ম এ্যান্ড মিডিয়া স্টাডিজে পড়াশোনা করছি।
কারণ শিক্ষা আর বাস্তবিক জ্ঞানের সমন্বয়ে শিল্প নতুন একটা মাত্রা পায়। টিচারদের কথা বাদই দিলাম, আমার দুইজন ক্লাসমেট খুব ভালো বন্ধু নাথান গ্যাগেন এবং শেথ হ্যারিংটন ওরা এবার এ্যামি এওয়ার্ড পেল। এখনতো আমার জন্য স্বপ্ন দেখাটা অনেক সহজ হয়ে গেল। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান টম গ্যারেট আমাকে সরাসরি গাইড করছেন। আমি বাংলা সংস্কৃতিকে বিশ্ব বাজারে উপস্থাপনের পাশাপাশি স্বীকৃতিটাও অর্জন করতে চাই।’
নতুন কাজের পরিকল্পনা নিয়ে মান্নু জানালেন, তিন বন্ধু মিলে চলচ্চিত্রের নতুন গল্প প্রস্তুত করেছেন। এর নাম ‘বাসর রাত’। আসছে ফেব্রুয়ারিতে আমেরিকা থেকে বাংলাদেশে ফিরে এই চলচ্চিত্রের শুটিং শুরু করবেন। বরাবরের মতো এই চলচ্চিত্রের সেট ও পোশাক পরিকল্পনায় কাজ করবেন শান্তু।
এমএবি/এমকেএইচ
Advertisement