দেশজুড়ে

কালিয়াকৈরে ট্রাকচাপায় নারী নিহত

গাজীপুরে কালিয়াকৈরে মৌচাক এলাকায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত লাবনী আক্তার (২১) ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাবুল মিয়ার স্ত্রী। তারা কালিয়াকৈরের মৌচাক এলাকায় ভাড়া থাকতেন। কোনাবাড়ি হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু দাউদ জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে মৌচাক এলাকার হানিফ স্পিনিং মিলের সামনে দিয়ে লাবনী তার স্বামীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক লাবনীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে।আমিনুল ইসলাম/এআরএ/পিআর

Advertisement