খেলাধুলা

ব্রাজিলিয়ান হেসুসের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়

শেষ ষোলোর টিকিটের পাশাপাশি গ্রুপসেরা হওয়াটাও নিশ্চিত হয়েছিল আগেই। তাই ডায়নামো জাগরেবের মাঠে গ্রুপপর্বের শেষ ম্যাচে নিয়মিত একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।

Advertisement

মাঠের খেলায় দলের নিয়মিত তারকাদের অনুপস্থিতি একদমই বুঝতে দেননি সিটিজেনদের তরুণ ফুটবলাররা। ব্রাজিলিয়ান তরুণ গ্যাব্রিয়েল হেসুসের হ্যাটট্রিকে ম্যান সিটি জয় পেয়েছে ৪-১ গোলে। যার সুবাদে অপরাজিত থেকেই শেষ ষোলোতে পা রাখল তারা।

তবে নিজেদের ঘরের মাঠে প্রথম গোলটা করেছিল ডায়নামোই। ম্যাচের ১০ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন তরুণ স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমো। সমতায় ফিরতে ১৪ মিনিট সময় নেয় ম্যান সিটি। হেসুসের গোলেই ব্যবধান হয় ১-১।

পরে দ্বিতীয়ার্ধে ফিরে প্রথম ১০ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন এ ব্রাজিলিয়ান তরুণ। ম্যাচের ৫০ মিনিটে করেন দ্বিতীয় গোলটি আর ৫৪ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক। শেষের আগে ৮৪ মিনিটের মাথায় ডায়নামোর কফিনে শেষ পেরেক ঠুকে দেন আরেক তরুণ ফিল ফোডেন।

Advertisement

গ্রুপের ৬ ম্যাচ শেষে ৪ জয় ও ২ ড্রতে ১৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে পা রাখলো ম্যান সিটি। এই গ্রুপ থেকে তাদের সঙ্গী হলো ইতালিয়ান ক্লাব আটলান্টা। সমান ম্যাচে ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।

এসএএস/জেআইএম