ইয়ামাহা মোটরসাইকেলের রাইডারদের নিয়ে গঠিত ইয়ামাহা রাইডার্স ক্লাবের (ওয়াইআরসি) উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘কক্সবাজার রাইডিং ফিয়েস্তা’। এতে সহায়তা করে ইয়ামাহা বাংলাদেশ।
Advertisement
এ রাইডিং ফিয়েস্তায় অংশ নেয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮০০ জনেরও বেশি বাইকার। গত ৬-৭ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা মোটরসাইকেলযোগে কক্সবাজারে উপস্থিত হন। অনুষ্ঠানে বিভিন্ন বিচ গেমের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যাতে অংশগ্রহণ করে দেশের অন্যতম সেরা ব্যান্ড দল মাইলস।
কক্সবাজারে বাইকারদের নিয়ে এমন আয়োজন বাংলাদেশে এই প্রথম। অনুষ্ঠান ঘিরে বাইকারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে আয়োজকরা ভবিষ্যতে আরও বড় পরিসরে রাইডিং ফিয়েস্তা আয়োজনের আশ্বাস দেন।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন এবং এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান এবং ইয়ামাহার অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Advertisement
এফআর/পিআর