জাতীয়

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সহজ করার আহ্বান

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সহজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘অনেক বাংলাদেশি যুক্তরাষ্ট্রে বেড়াতে যেতে চান, কিন্তু সেখানে থাকতে যান না। সুতরাং, আমাদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সহজ করা হোক।’

Advertisement

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে সাক্ষাতকালে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলেছি, আমাদের দেশের অনেক লোক ভিসা নিয়ে আমেরিকা যেতে চায়। কিন্তু তাদের ভিসা প্রক্রিয়া বেশ জটিল। এটা সহজ করার জন্য আহ্বান জানিয়েছি।’

ড. মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর এক খুনি পালিয়ে আছেন। আমি আজও রাষ্ট্রদূতের কাছে তাকে ফিরিয়ে দেয়ার কথা তুলেছি। তিনি বলেছেন, মার্কিন বিচার ব্যবস্থা প্রশাসন বিষয়টি দেখছে।’

Advertisement

রবার্ট মিলার সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী দেশটির রাখাইন, সান, কাচিনসহ একাধিক রাজ্যের জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চরম মানবাধিকার লঙ্ঘন করেছে, যা অপরাধ। এজন্য যুক্তরাষ্ট্র মিয়ানমারের চার সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করছে। এ কর্মকর্তারা এখন থেকে আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। যুক্তরাষ্ট্রে এদের নামে কোনো সম্পদ থাকলে তা বাজেয়াপ্ত হবে এবং যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক এদের সঙ্গে কোনো আর্থিক লেনদেন বা বাণিজ্য করতে পারবে না।’

উল্লেখ্য, গণহত্যার দায়ে মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং সহ চার সেনা কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। অন্যরা হলেন- সেনাবাহিনীর উপ-প্রধান ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন, ৯৯ লাইট ইনফানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল থান এবং ৩৩ লাইট ইনফানট্রি ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল অং অং।

জেপি/এফআর/পিআর

Advertisement