কাকতালীয়ভাবে একই দিনে বিয়ে শ্রেণিকক্ষে শিক্ষক ছাত্রদের বাংলা পড়াচ্ছেন। এ সময় তিনি কাকতালীয় বিষয় নিয়ে আলোচনা করছেন। একপর্যায়ে একজনকে প্রশ্ন করলেন-শিক্ষক: কেউ কি আমাকে কাকতালীয়ভাবে ঘটে যাওয়া একটি ঘটনার উদাহরণ দিতে পারবে?সালমান: স্যার, আমার বাবা ও মা একই দিনে একই সময়ে বিয়ে করেছিলেন।
Advertisement
****
শিক্ষকদের স্থান কোথায়?শিক্ষাগুরুর মর্যাদা নিয়ে আলোচনা করছেন শিক্ষক। আলোচনা শেষে প্রশ্ন করলেন-শিক্ষক: বল তো জহির, শিক্ষকদের স্থান কোথায়?জহির: কেন স্যার, আমার পেছনে।শিক্ষক: শিক্ষকদের শ্রদ্ধা করতে শেখোনি? তোমার দ্বারা কিছু হবে না!জহির: কেন স্যার? আমার বাবা তো প্রায়ই বলেন, ‘তোর পেছনে অত মাস্টার লাগালাম, তবু তুই পাস করতে পারলি না।’
****
Advertisement
মুমূর্ষু ব্যক্তি ও তার ধন-সম্পদআইনের অধ্যাপক উইল বা ইচ্ছাপত্র সম্পর্কে লেকচার দিয়ে ছাত্রদের জিজ্ঞাসা করলেন-অধ্যাপক: এবার বল তো, উইলের ব্যাপারে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কী কী?
পুরো আলোচনায় অমনোযোগী এক ছাত্র চট করে পেছন থেকে দাঁড়িয়ে বলল- ছাত্র: একজন মুমূর্ষু ব্যক্তি ও তার ধন-সম্পদ, স্যার।
এসইউ/জেআইএম
Advertisement