খেলাধুলা

দেখে নিন সদ্য সমাপ্ত এসএ গেমসের পদক তালিকা

দশে দশ- সদ্য সমাপ্ত সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) আরচারি ডিসিপ্লিনে 'পারফেক্ট টেন' অর্থাৎ দশে দশ পেয়েছে বাংলাদেশ। এই ডিসিপ্লিনের ১০ ইভেন্টের সবকয়টি সোনাই এসেছে লাল সবুজের ক্রীড়াবিদদের গলায়।

Advertisement

আরচারির কল্যাণে এবার এসএ গেমসে জাতীয় রেকর্ডও গড়েছে বাংলাদেশ। ২০১০ সালের ঢাকা এসএ গেমসে বাংলাদেশ সর্বোচ্চ ১৮ স্বর্ণপদক জিতেছিল। এবার স্বর্ণের সংখ্যা ১৯টি। ৩৩টি রৌপ্য ও ৯০টি ব্রোঞ্জসহ গেমসে বাংলাদেশের মোট পদক ১৪২টি।

অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশ সাত দেশের মধ্যে ৫ম। শীর্ষে ভারত, দ্বিতীয় নেপাল, তৃতীয় শ্রীলংকা ও চতুর্থ পাকিস্তান। বাংলাদেশের নিচে থাকা দুই দেশের মধ্যে মালদ্বীপ পেয়েছে একটি স্বর্ণ। স্বর্ণের মুখ দেখেনি ভুটান।

বাংলাদেশ সবচেয়ে বেশি ১০ স্বর্ণ জিতেছে আরচারিতে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ স্বর্ণ পদক কারাতে থেকে, দুটি করে স্বর্ণ পদক ভারোত্তোলন ও ক্রিকেটে এবং একটি করে তায়কোয়ানদো ও ফেন্সিংয়ে। বাংলাদেশ ২৫ ডিসিপ্লিনে অংশ নিয়ে ৫টিতে কোনো পদকই পায়নি। ব্যর্থ এই ফেডারেশনগুলো হলো- স্কোয়াশ, টেনিস, ভলিবল, বাস্কেটবল ও সাইক্লিং।

Advertisement

এক নজরে দেখে যাক এবারের এসএ গেমসের পদক তালিকা

দেশ

স্বর্ণ

রৌপ্য

Advertisement

তামা

মোট

ভারত

১৭৪

৯৩

৪৫

৩১২

নেপাল

৫১

৬০

৯৫

২০৬

শ্রীলঙ্কা

৪০

৮৩

১২৮

২৫১

পাকিস্তান

৩১

৪১

৫৯

১৩১

বাংলাদেশ

১৯

৩২

৮৭

১৩৮

মালদ্বীপ

ভুটান

১৩

২০

আগের আসরগুলোতে বাংলাদেশের পদক তালিকা

সাল

আয়োজক

স্বর্ণ

রৌপ্য

ব্রোঞ্জ

মোট

১৯৮৪

কাঠমান্ডু

১৩

২৩

১৯৮৫

ঢাকা

১৭

৩৮

৬৪

১৯৮৭

কলকাতা

২০

৩১

৫৪

১৯৮৯

ইসলামাবাদ

১২

২৪

৩৭

১৯৯১

কলম্বো

২৮

৪০

১৯৯৩

ঢাকা

১১

১৯

৩২

৬২

১৯৯৫

মাদ্রাজ

১৭

৩৪

৫৮

১৯৯৯

কাঠমান্ডু

১০

৩৫

৪৭

২০০৪

ইসলামাবাদ

১৩

২৪

৪০

২০০৬

কলম্বো

১৫

৩৪

৫২

২০১০

ঢাকা

১৮

২৩

৫৬

৯৭

২০১৬

গুয়াহাটি-শিলং

১৫

৫৬

৭৫

আরআই/এসএএস/জেআইএম