জাতীয়

জাতীয় স্যানিটেশন মাস শুরু বৃহস্পতিবার

সকলের জন্য সুপেয় পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৫।’ এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘সকলের জন্য স্যানিটেশন, নিশ্চিত হোক উন্নত জীবন।’স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাসটি উপলক্ষে বৃহস্পতিবার ওসমানী মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।ইউনিসেফ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার যৌথ জরিপ অনুযায়ী ২০১৫ সালে খোলা স্থানে মলত্যাগ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ২০০৩ সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের শতকরা ৪২ ভাগ লোক উন্মুক্ত স্থানে মলত্যাগ করতো। বর্তমানে উন্মুক্ত স্থানে মলত্যাগের পরিমান শতকরা ১ ভাগে নেমে এসেছে। শতকরা ৬১ ভাগ লোক উন্নত স্যানিটেশনের আওতায় এসেছে। এছাড়া শতকরা ২৮ ভাগ লোক যৌথ ল্যাট্রিন ব্যবহার করে এবং শতকরা ১০ জন উন্নত ল্যাট্রিন ব্যবহার করে। জরিপের তথ্য অনুযায়ী বিশ্বের ১৬টি দেশে উন্মুক্ত স্থানে মলত্যাগ শতকরা ২৫ ভাগ এর বেশি হ্রাস করতে সক্ষম হয়েছে, এর মধ্যে বাংলাদেশ অন্যতম।এসএ/এআরএস/পিআর

Advertisement