আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, পালাতে বাধ্য হচ্ছে বাসিন্দারা

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে সেখানকার তাপমাত্রা বেড়ে গেছে। তীব্র গরম বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়েই স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে শুরু করেছেন।

Advertisement

দেশটির বৃহত্তম শহর সিডনির উত্তরাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার সকাল থেকেই কালো ধোঁয়ায় সিডনির বাতাস ভারী হয়ে উঠেছে। এতে পরিবহন সেবা ব্যহত হচ্ছে এবং স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া রাজ্যে দাবানল থেকে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে অনেকগুলোই গত মাস থেকে শুরু হয়েছে। অর্থাৎ প্রায় এক মাস ধরেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কিছু এলাকা।

গত সেপ্টেম্বরে ভয়াবহ দাবানল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬৮০টির বেশি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২১ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে ছাই হয়ে গেছে।

Advertisement

মঙ্গলবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র বাতাসের কারণে আগুন আরও বেশি এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টিটিএন/পিআর