দেশজুড়ে

বঙ্গোপসাগরে ট্রলারসহ আরো ১০৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে ট্রলারসহ আরো ১০৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আবারো আটটি ট্রলারসহ ১০৪ জেলেকে আটক করেছে নৌ-বাহিনী। বুধবার ভোরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়া এলাকা থেকে এসব ভারতীয় জেলেদের আটক করা হয়। এর আগে সোমবার বিকেলে পাঁচটি ভারতীয় ট্রলারসহ ৬১ জেলেকে আটক করেছিল নৌবাহিনী সদস্যরা। এর মধ্যে সঞ্জয় সামন্ত নামের এক জেলে মঙ্গলবার দুপুরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।নৌ-বাহিনীর বরাদ দিয়ে মংলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল এলাহী জানান, ভোরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়েবয়া এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের সময়ে আটটি ট্রলারসহ ১০৪ ভারতীয় জেলেকে নৌবাহিনী আটক করে। তিনি আরো জানান, আটককৃত ভারতীয় জেলেদের প্রথমে মংলাস্থ নৌ-বাহিনীর ঘাঁটিতে আনা হবে। এরপর বিকেলে তাদের মংলা থানায় সোপর্দ করবে নৌ-বাহিনীর সদস্যরা। এনিয়ে গত তিন দিনে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময়ে ১৬৫ জন ভারতীয় জেলেকে ১৩টি ট্রলারসহ আটক করল নৌ-বাহিনী।অন্যদিকে, গত সোমবার নৌ-বাহিনীর হাতে আটক ৬০ ভারতীয় জেলেকে দুপুরে বাগেরহাট আদালতে হাজির করা হয়। বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে আদালতের বিচারক অভিযুক্ত ওই সকল জেলেদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। শওকত আলী বাবু/এআরএ/পিআর

Advertisement