আন্তর্জাতিক

টুইটারে স্নোডেন

গোপন মার্কিন নথি ফাঁস করে বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টিকারী যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন। স্নোডেনের অ্যাকাউন্টের সত্যতা নিশ্চিত করেছে টুইটার কর্তৃপক্ষ। খবর বিবিসির।টুইটারে স্নোডেনের প্রথম টুইট ছিল, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রোফাইলে সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা লিখেছেন, অতীতে সরকারের হয়ে কাজ করতাম। এখন জনগণের জন্য করি।স্নোডেনের অ্যাকাউন্টটি ভেরিফাইড করেছে টুইটার কর্তৃপক্ষ। এটি চালু করার ৯ ঘণ্টার মধ্যে অনুসারীর সংখ্যা সাত লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। স্নোডেন তার অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র মার্কিন নিরাপত্তা সংস্থার (এনএসএ) অ্যাকাউন্ট অনুসরণ করছেন বলে জানিয়েছেন।মার্কিন গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টিকারী স্নোডেন ২০১৩ সালে দেশ ছাড়েন। বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন তিনি। এসআইএস/পিআর

Advertisement