চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত ও অপর এক ডাকাত আহত হয়েছেন। নিহত ডাকাতের লাশ বুধবার পুসকুনি এলাকার একটি আখক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত ও আহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি। এসময় অপর ডাকাত শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাটের কশিমুদ্দিনের ছেলে রুবেলকে (২০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শিবগঞ্জ থানা পুলিশের ওসি এমএম ময়নুল ইসলাম ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে কানসাট-চৌডালা সড়কের পুসকুনি এলাকায় পুলিশ ক্যাম্পের পার্শ্বে ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এসময় ডাকাতরা কয়েকটি বোমা ফাটিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে ৩ ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হয়। কিন্তু স্থানীয় লোকজন ভয়ে বিষয়টি গোপন রেখে তাকে পার্শ্ববর্তী একটি আখক্ষেতে ফেলে রাখে। বুধবার দুপুরে স্থানীয়রা পুসকুনি এলাকার একটি আখক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ নিহত ডাকাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।এদিকে আহত অন্যজনকে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে এবং ডাকাত রুবেলকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এমএএস/আরআইপি
Advertisement