জাতীয়

গণপরিবহনে ভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি

গণপরিবহনে সঠিক ব্যয় বিশ্লেষণ করে ভাড়া পুনর্নিধারণের পাশাপাশি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করে বলেন, দেশের ১৬ কোটি মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কতিপয় মালিকের স্বার্থ ব্যয় বিশ্লেষণের নামে ভুয়া ও অযৌক্তিক ব্যয়ের তথ্যের উপর ভিত্তি করে ভাড়া বৃদ্ধির নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছে সংশ্লিষ্টরা।তিনি আরো বলেন, ইতোমধ্যে নগরীতে চলাচলকারী বাস-মিনিবাসে মালিক সমিতির পক্ষ থেকে সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে নিজেদের মনগড়া ভাড়ার তালিকা ঝুলানো হয়েছে।এ সময় যাত্রী সেবার মান বাড়ানো, পরিবহন খাত সংস্কার, চাঁদাবাজি বন্ধ করা, আধুনিক যাত্রীবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার দাবিও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জাম, নিরাপদ নৌ-পথ ব্যাস্তবায়ন আন্দোলনের আহবায়ক আমিনুর রসুল বাবলু, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়া প্রমুখ।আএসএস/এসএইচএস/আরআইপি

Advertisement