জাতীয়

দেশে গণমাধ্যমের স্বাধীনতা কমেছে : সিপিডি

সক্ষমতার সূচকে বাংলাদেশ পূর্ববর্তী বছরের তুলনায় দুই ধাপ এগিয়ে গেলেও গণমাধ্যমের স্বাধীনতা কমেছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে `দ্য গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৫-১৬` শীর্ষক প্রতিবেদনে সিপিডি এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।গোলাম মোয়াজ্জেম বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ১০৯তম অবস্থান থেকে ১০৭তম অবস্থানে এসেছে। কিন্তু ব্যবসায়ীদের জরিপ করে আমরা পর্যলোচনা করেছি। ৫৪ শতাংশ ব্যবসায়ী বলেছেন দেশে গণমাধ্যম পুরোপুরি স্বাধীন নয়। আগের তুলনায় গণমাধ্যমের স্বাধীনতা কমেছে। আর সুশাসন প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন মোয়াজ্জেম। ড. মোয়াজ্জেম বলেন, বৈশ্বিক সক্ষমতা সূচক অনুযায়ী অবকাঠামো, সামাজিক ও সুশাসনসহ কিছু জায়গায় উন্নতি হয়েছে। তবে শিক্ষাসহ আরো কিছু মৌলিক জায়গায় অবনমন হয়েছে। ব্যবসায়ীরা মৌলভিত্তির পাশাপাশি উৎকর্ষগত উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন।একই সঙ্গে ব্যবসা উন্নয়নে সাশ্রয়ী মূল্যে অবকাঠামো নির্মাণ, দুর্নীতি, অদক্ষতা কমানোর পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পরামর্শ দেন তিনি।অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিপিডির নির্বাহী পরিচালক প্রফেসর মোস্তাফিজ রহমান ও ড. খন্দকার মোয়াজ্জেম।এসআই/এআরএস/আরআইপি

Advertisement