বিদেশিরা ট্রাভেল অ্যালার্ট জারি করায় দেশের ইমেজ ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।রিপন বলেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নেই। জঙ্গিবাদের বিষয়ে বিএনপি কোনো স্পেস দিতে চায় না। যেহেতু কয়েকটি দেশ ট্রাভেল অ্যালার্ট জারি করেছে তাই জাতীয় ঐক্যমত গঠন করে ইমেজ ফিরিয়ে আনতে হবে।তিনি বলেন, দেশের ইমেজ যখন সংকটের মুখে তখন আমরা দেশের স্বার্থে সঙ্কিত, বিচলিত। বিদেশিরা নিরাপত্তা না পাওয়ায় দেশের ইমেজ নষ্ট হচ্ছে। ইমেজ সংকট থেকে বের হতে জনগণের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য প্রয়োজন একটি নির্বাচন।বিএনপির মুখপাত্র বলেন, বিদেশি নাগরিকদের নিরাপত্তা না দিতে পারলে বিনিয়োগ ঝুকিতে পড়বে। সরকারকে বিদেশিদের আশ্বস্ত করতে হবে এখানে বিদেশি বিনিয়োগে কোনো সমস্যা নেই।রিপন বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাসঁ হয়েছে। তাই বিএনপি দেশের সকল শিক্ষার্থীদের সাথে একমত পোষন করে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি করছে।একই সাথে শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, শিক্ষার্থীদের এই দাবি মেনে নিলে সরকারের নৈতিক পরাজয় হবে না।শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে রিপন বলেন, শিক্ষকদের জন্য স্পেশাল পে স্কেল মেনে নিন। এ বিষয়ে দেরি করার কোনো কারণ নেই। শিক্ষকেরা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে আন্দোলন করুক তা বিএনপি চায় না।দল পুনর্গঠনের বিষয়ে বিএনপির মুখপাত্র বলেন, দলের পুনর্গঠন চলছে। ঈদের ছুটির কারণে অনেক জায়গায় এখনও কমিটি গঠন হয়নি। আরো কিছু দিন লাগবে। অনেকে যোগাযোগ করেছে তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে।দলের চেয়ারপারসন কবে দেশে ফিরবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। তার চিকিৎসা এখনও শুরু হয়নি। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।এমএম/একে/এমএস
Advertisement