মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহণের দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের গেটে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে ভর্তি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।বুধবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেডিকেল কলেজের সামনের রাস্তায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা জাগো নিউজকে জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ৮ অক্টোবর পর্যন্ত তা চলবে। বুধবার সকালের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।উল্লেখ্য, এবার ৩ হাজার ৫৪ জন ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এমবিবিএস কোর্সে ১৯৭ জন এবং ডেন্টালে ৫২ জন উত্তীর্ণ হয়েছেন।উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার আগের রাতে মেডিকেল ভর্তির প্রতি সেট প্রশ্নপত্র ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে যা পরদিন ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গেছে বলে জাগো নিউজকে জানিয়েছেন একাধিক শিক্ষার্থী।সাইফ আমীন/এমজেড/আরআইপি
Advertisement