বিনোদন

ফারিয়ার মায়ায় মজেছেন নাঈম

হাসিফ (নাঈম) খুব লাজুক, নম্র ও ভদ্র একটি ছেলে। সহজ-সরল স্বামী বেচারা বউয়ের কথায় উঠে আর বসে। হাসিফ ও তার বউ ছোট একটি ফ্ল্যাটে উঠেছে। সকালে বউকে নাস্তা বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে ঘর মুছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, সাংসারিক সব কাজ সে করে। আর তার বউ তটিনী (শবনম ফারিয়া) ঘরে বসে শুধু অর্ডার করে, পায়ের উপর পা তুলে খায় আর ঘুমায়। হাসিফ যখন সাংসারিক জিনিসপত্র কিনতে বাহিরে যায় তখন সে দেখে প্রায়ই কিছু লোক তাকে ফলো করে। তবে তটিনী যতই হাসিফকে ঝাড়ির উপরে রাখুক তটিনীও হাসিফকে প্রচন্ড ভালবাসে। বাইরে যাবার সময় ফু দিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি। তাদের খুনসুটি যেন লেগেই আছে। এরকম একসময় তটিনীর জন্মদিন, হাসিফ কেক নিয়ে আসে উদযাপন করবে বলে। ঠিক এমন সময় কলিং বেল বাজে। হাসিফ দেখে যে লোকগুলো তাকে ফলো করতো তারা। সে দরজা খুলতে ভয় পায়। তটিনী খুলতে চায় কিন্তু পরে হাসিফ নিজেই খুলে। তারপর তার ঘরে ঢুকে একদল ডাক্তার এবং হাসিফের বাবা-মা। জানা যায়, হাসিফ একজন মানসিক রোগী। বিয়ের সাতদিন পর সে তার বউ তটিনীকে হারায়। তারপর থেকে সে তটিনীকে কল্পনা করে। বাস্তবে তটিনী না থাকলেও তার ভালবাসা ও মায়া যেন হাসিফকে এখনও আঁকড়ে রয়েছে। স্ত্রীর ভালোবাসায় আচ্ছন্ন এক স্বামীর এমনই এক চমৎকার গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেস নাটক ‘মায়া’। এটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নাঈম ও শবনম ফারিয়া। দেশ টিভিতে ঈদের ৬ষ্ঠ দিন আজ বুধবার রাত ৭টা ৪৫ মিনিটে ‘মায়া’ নাটকটি প্রচারিত হবে। এলএ/এমএস

Advertisement