খেলাধুলা

মেসিহীন বার্সার কষ্টার্জিত জয়

মেসির অনুপস্থিতিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের বিপক্ষে পিছিয়ে পরেও শেষ পর্যন্ত ২-১ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।    মঙ্গলবার রাতে ম্যাচের প্রথম মিনিটেই লিড পেতে পারত লেভারকুসেন। বার্সার বামপাশ দিয়ে আক্রমণ চালিয়ে গোলপোস্ট বরাবর শট নেন চিচারিতো। তবে গোল রক্ষকের সহায়তায় এ যাত্রায় বেঁচে যায় বার্সা। ম্যাচের পঞ্চম মিনিটে নেইমারের তুলে মারা বলে হেড করেন রেকিটিচ। লেভারকুজেনের গোলরক্ষক লেনোর দারুণ পারফর্মে গোল বঞ্চিত হন ক্রোয়েশিয়ান তারকা। ম্যাচের ২২ মিনিটের মাথায় লিড নেয় লেভারকুজেন। হাকান চাহানগলুর দারুণ এক কর্ণার কিকে বার্সার গোলপোস্টের সামনে পড়ন্ত বলে হেড করেন পাপাদোপৌলস। কাতালানদের গোলবারের নিচে দায়িত্ব পালন করা টার স্টেগেনও আরেকবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজের ব্যর্থতা আড়াল করতে পারেননি।ম্যাচের ৩৬ মিনেটের মাথায় ব্যবধান দ্বিগুন করার সুযোগ পায় লেভারকুজেন। পিকেকে কাটিয়ে বরুশিয়া মনচেনল্বার্গের সাবেক তারকা বেল্লারাবি জোরালো শট নেন। তবে, দলকে এ যাত্রায় বাঁচিয়ে দেন টার স্টেগেন। পরের মিনিটেই নেইমারের দিক পরিবর্তন করা শটে গোল পেতে পারত বার্সা। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পা ছুঁয়ে বল গিয়ে লাগে লেভারকুজেনের গোলবারে। প্রথমার্ধের নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে নেইমার-সুয়ারেজরা। ৫২ মিনিটে সমতায় ফেরার সুবর্ন সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। ইনিয়েস্তার বাড়ানো বলে সান্দ্রোর শটটি লেভারকুজেনের গোলবারের অল্প বাইরে দিয়ে চলে যায়। চার মিনিট পরে ইনিয়েস্তা-রেকিটিচ-নেইমারের একটি প্রচেষ্টা নষ্ট হয়।ম্যাচের ৮০ মিনিটে সমতায় ফেরে বার্সা। ডানপাশ দিয়ে আলবার বাড়ানো বলে শট নেন মুনির। তবে লেনোর বাধা তিনিও টপকাতে পারেননি। লেভারকুজেনের গোলরক্ষক ঠিকমতো নিজের নিয়ন্ত্রণে বল রাখতে না পারায় ফিরতি বল পান সার্জি রবার্তো। আলতো টোকায় বল জড়িয়ে দেন তিনি।এর দুই মিনিট পরেই মুনির-সুয়ারেজ জুটির দারুণ এক বোঝাপড়ায় প্রথমবার লিড নেয় স্বাগতিকরা। ম্যাচের ৮২ মিনিটে মুনির তিন ডিফেন্ডারকে অসাধারণ ভাবে বোকা বানিয়ে সামনে থাকা সুয়ারেজকে পাস দেন। বুলেট গতিতে লেভারকুজেনের জালে বল জড়িয়ে দেন উরুগুয়ের তারকা সুয়ারেজ। ফলে, ২-১ এ এগিয়ে যায় কাতালানরা।ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিহীন বার্সেলোনা।এমআর/এমএস

Advertisement