তুরস্কের আঙ্কারার নবনির্বাচিত লর্ড মেয়র মনসুর ইয়াভাসের সঙ্গে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
Advertisement
বুধবার এ বৈঠকে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে উল্লেখ করে আল্লামা সিদ্দীকী জানান, দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক উন্নয়নের আরও বিস্তর সুযোগ রয়েছে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বর্তমানে জিডিপি প্রবৃদ্ধির হারে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। গত এক দশকে সামগ্রিক জিডিপি প্রবৃদ্ধির হারে সর্বোচ্চ অবস্থান অধিকার করেছে বাংলাদেশ। সম্ভাবনাময় বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকারীদের জন্য অনেক সুযোগ রয়েছে।
মেয়র প্রতি উত্তরে দুই দেশের ভ্রাতৃপ্রতিম ঐতিহাসিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেন, দিনে দিনে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। রাষ্ট্রদূত ২০২০-২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে প্রণীত কর্মসূচি বাস্তবায়নে মেয়রের সহযোগিতা কামনা করেন।
Advertisement
এছাড়া উভয়েই তুরস্কের চায়ওলুতে অবস্থিত বঙ্গবন্ধু সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
জেপি/এমএসএইচ/পিআর