ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্সকে বরখাস্ত করা হয়েছে। শ্রীলংকা সফরের ওয়ানডে দল নিয়ে হতাশা প্রকাশ করায় তাকে বরখাস্ত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বোর্ডের প্রধান নির্বাহী মাইকেল মিউরহেডের পাঠানো ই-মেইলে বরখাস্তের বিষয়টি জানানো হয় তিনি। ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের এ সিদ্ধান্তের সময় লন্ডনে ছিলেন সিমন্স। সেখান থেকে দলের সঙ্গে যোগ দিয়ে শ্রীলংকা যাওয়ার কথা ছিল তার। এখন আর শ্রীলংকা যাওয়া হচ্ছে না তার। শ্রীলংকা সফরে অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করবেন অন্যতম নির্বাচক এবং সাবেক ক্যারিবীয় পেসার এডলিন ব্যাপটিস্ট। ১৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সিরিজটি টেস্ট অধিনায়ক হিসেবে জেসন হোল্ডারের প্রথম মিশন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সোমবার এক বিবৃতিতে জানায়, `প্রধান কোচ ফিল সিমন্সের করা মন্তব্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যাতে মনে হয়েছে, শ্রীলংকা সফরের ওয়ানডে দল নির্বাচন প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কোচ। এ জন্য এ ইস্যুতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড ম্যানেজমেন্ট। তাই দলের সঙ্গে শ্রীলংকা সফর করবেন না হেড কোচ।` যদিও এখনও শ্রীলংকা সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে গত বুধবার সংবাদমাধ্যমে সিমন্স ওয়ানডে দল নির্বাচনে বাইরের হস্তক্ষেপের কথা জানিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোকে দলে ফেরানো নিয়েই সমস্যার সূত্রপাত। প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড এবং কোচ সিমন্স দু`জনকে ফেরাতে চাইলেও দল নির্বাচনী সভায় ২-৩ ভোটে হার মানতে হয় তাদের। এর পরিপ্রেক্ষিতেই বাইরের হস্তক্ষেপের কথা জানিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন সিমন্স। বিশ্বকাপের পর গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি।একে/এমএস
Advertisement